আসানসোল লোকসভা (BJP ,candidate in Asansol) এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী (BJP candidate in Ballygunge) ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভায় বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বালিগঞ্জ বিধানসভায় বিজেপির টিকিটে লড়বেন কেয়া ঘোষ (Keya Ghosh)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক হন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তৃণমূলের সায়নী ঘোষকে (Sayani Ghosh) হারিয়ে জয়ী হন তিনি৷ তাঁকেই লোকসভার প্রার্থী করল বিজেপি।
আরও পড়ুন: পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র
আসানসোলে তৃণমূলের টিকিটে লড়বেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)৷ সিপিএম প্রার্থী করেছে পার্থ মুখোপাধ্যায়কে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোলে বিজেপির টিকিটে লড়ে জিতেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দল বদলে তিনি এখন তৃণমূলে। বাবুলকে বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করেছে তৃণমূল (TMC candidate)। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল কেয়া ঘোষকে। যিনি (Keya Ghosh) বিজেপির মহিলা মোর্চার নেত্রী।
অন্যদিকে, গত বুধবারই বালিগঞ্জের কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে বামফ্রন্ট। ওই কেন্দ্রে এবার বামেদের বাজি বহুজাতিক সংস্থার প্রাক্তন উচ্চপদস্থ অফিসার, বিলেতে পড়াশোনা করা প্রার্থী সায়রা শাহ হালিম (Sayra Shah Halim)। সম্পর্কে তিনি সিপিএমের বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এবং বলিউড অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি।