কংগ্রেস নেতা রাহুল গান্ধির ম্যাচ ফিক্সিং মন্তব্য নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার ওই মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, রাহুলের ওই মন্তব্য যে শুধু আদর্শ আচরণবিধি ভঙ্গ করে তা নয়, তার প্রভাবও গুরুতর।
কী বলেছিলেন কংগ্রেস নেতা?
দিল্লির রামলীলা ময়দানে সভা করেছিল বিজেপি বিরোধী জোট। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন, "EVM ছাড়া, ম্যাচ ফিক্সিং ছাড়া বিজেপির পক্ষে ১৮০টির বেশি আসন জেতা সম্ভব নয়।"
যদিও রাহুলের এই বক্তব্যের প্রথম থেকেই বিরোধিতা করেছিল গেরুয়া শিবির। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে রাহুলের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।