উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিজেপির ডাকা বনধের মিশ্র প্রভাব পড়েছে গোটা রাজ্যে। অন্য দিনের থেকে রাস্তাঘাট তুলনায় ফাঁকা হলেও সরকারি ও বেসরকারি বাস চলাচল করতে দেখা যায় বিভিন্ন রাস্তায়। একইসঙ্গে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বাসের চালকদের দেখা গেল হেলমেট পরা অবস্থায়। বনধের অশান্তি থেকে নিজেদের বাঁচাতে হেলমেট পরেই বাস চালাচ্ছেন তাঁরা।
নবান্ন অভিযানে পুলিশি 'হেনস্তা'র প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু প্রশাসন আগেই জানিয়েছিল, সকাল ৬টা থেকেই সরকারি বাস রাস্তায় নামবে। চলবে ফেরি। খোলা থাকবে দোকানপাঠ। আর বনধের গোলমাল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সরকারি বাস চালকদের হেলমেটও দেওয়া হয়েছিল।
বুধবার সকাল থেকেই বনধ সফল করতে পথে নেমেছে গেরুয়া শিবির। আর সকাল থেকেই দেখা গেল আগাম সতর্কতা অবলম্বন করতে হেলমেট পরে রাস্তায় বেরিয়েছেন দুই বঙ্গের বাস চালকেরা।
কোচবিহারের বাস চালক রাজীব রুদ্র জানিয়েছেন, তাঁদের সুরক্ষার জন্য ডিপার্টমেন্ট থেকেই এই হেলমেট দেওয়া হয়েছে। একই কথা শোনা গেল হাওড়ার সরকারি বাস চালক তরুণ গাঙ্গুলির থেকেও। তিনি জানান, বনধ থাকলেও পরিষেবা দিতে হবে। কিন্তু নিজেদের সুরক্ষার কথাও খেয়াল রাখতে হবে। সেই কারণেই হেলমেট পরেছেন।