বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল BJP। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি ১২ ঘণ্টার বনধের ঘোষণা করেন।
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই কর্মসূচিকে সমর্থন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। দুপুর ১টা থেকেই নবান্ন অভিযান শুরু করে ছাত্র সমাজ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ।
একদিকে যখন নবান্ন অভিযান চলছে ঠিক তখনই সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। তিনি ২৮ অগাস্ট অর্থাৎ বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেন তিনি। তাঁর অভিযোগ, নবান্ন অভিযান কর্মসূচিতে সন্ত্রাস চালিয়েছে পুলিশ।
যদিও বনধের বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, বুধবার রাজ্যে কোনও বনধ হবে না। সব কিছু স্বাভাবিক থাকবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্ররোচনায় পা না দেওয়ার প্রস্তাব দেন তিনি।
এদিকে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডের ওই সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।