আসানসোলের বিজেপি প্রার্থী(BJP Candidate in Asansol) হিসেবে নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। কুলটির আলডি গ্রামে দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী(BJP Candidate) অগ্নিমিত্রা পাল। শুক্রবার রাতে আলডি গ্রামের নিজেই দেওয়াল লেখেন তিনি।। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে, বাজনা সহযোগে আলডি গ্রামে প্রচার সারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভার(Asansol South Assembly) বিধায়ক হন অগ্নিমিত্রা(Agnimitra Paul)। তৃণমূলের সায়নী ঘোষকে (Sayani Ghosh) হারিয়ে তিনি জয়ী হন ৷ তাঁকেই এবার লোকসভা উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি(BJP)।
আরও পড়ুন- BJP candidate: আসানসোলে বিজেপির হয়ে লড়বেন অগ্নিমিত্রা পাল, বালিগঞ্জে কেয়া ঘোষ
আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল(TMC) ও বামফ্রন্ট(Left Front)। তৃণমূলের তরফে আসানসোল(Asansol) থেকে লড়াই করবেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha)। বামফ্রন্টের তরফে লড়ছেন সিপিআইএম(CPIM) প্রার্থী পার্থ মুখোপাধ্যায়(Partha Mukherjee)।