পদ্মে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যরাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। অর্জুনের অভিযোগ, তাঁর বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। এমনকি এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ।
অর্জুনের অভিযোগ, সিসিটিভি বসিয়ে তাঁর বাড়িতে কে আসছেন, কে বেরোচ্ছেন সবই নজর রাখা হচ্ছে। তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। অর্জুনের এই আবেদন সোনার পর তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন - আজ থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, বইতে পারে লু!