বিধাননগর পুরভোটের দিন (Budhannagar) সকাল থেকেই বিক্ষিপ্ত উত্তেজনা। ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থীর দাবি, তিনি হাতেনাতে ভূয়ো ভোটারদের ধরে ফেলেছেন।
৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদার। শনিবার সকালে তিনি এ এইচ কমিউনিটি সেন্টারে যান। তাঁর দাবি, সেখানে বেশকিছু ভূয়ো ভোটার ছিলেন। তিনি তাঁদের আটকান। এরপর পুলিশের অসহযোগিতায় তারা পালিয়ে যায়।
আরও পড়ুন : West Bengal Municipal election: সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি, বুথের বাইরে লম্বা লাইন
বিজেপির দাবি, পরিকল্পিত ভাবে ভূয়ো ভোটার জড়ো করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের সাধারণ মানুষের উপর আস্থা নেই।