পুলিশ কর্মীর হাত থেকে লাঠি ছিনিয়ে নিচ্ছেন বিজেপি (BJP)। বলছেন, "এই লাঠি দিয়ে আমাদের মারুন।" তীব্র বচসার সময় পুলিশকর্মীদের বলছেন, "গুলি করে দিন আমাদের। এভাবে ভোট করার অর্থ নেই।" পুরসভা নির্বাচনের দিন এমনই দৃশ্যের সাক্ষী থাকল আসানসোল (Asansol)।
আসানসোলের ১৮ নম্বর ওয়ার্ডের বেলরুই হাই স্কুলে র ঘটনা। বিজেপির দাবি, বুথ দখল করেছে তৃণমূল। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তীব্র উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: Municipal Election: ছাপ্পা, বুথ দখল, মার! বেলা গড়াতেই পুরভোট ঘিরে অভিযোগের বন্যা
পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী অমিত তুলসিয়ানের তীব্র বাদানুবাদ শুরু হয়। লাঠি উঁচিয়ে বিজেপি সমর্থকদের তাড়া করে পুলিশ।