ইভিএমের ব্যালট পেপারে দলীয় প্রতীক বদল হওয়ায় উত্তেজনা নিউটাউন (Newtiwn) ডিরোজিও কলেজে।
অভিযোগ, বিধাননগর পৌর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের ইভিএমের ব্যালট পেপারে
তৃণমূল (TMC) প্রার্থী সুপর্ণা ঘোষ পালের নামের পাশে বিজেপির পদ্ম প্রতীক আর বিজেপি (BJP)৷ প্রার্থী স্বাগতা দেবের নামের পাশে ঘাসফুলের প্রতীক রয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ডিরোজিও কলেজে।
বুধবার ডিরোজিও কলেজে মক পোল চলাকালীন ইভিএমের ব্যালট পেপারে ভুল ধরা পড়ার পর উত্তেজনা শুরু হয়। মক পোলে অংশগ্রহণ করেন বিধাননগর পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। সেখানেই ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর এজেন্টের নজরে আসে ইভিএম এর ব্যালট পেপারে তাঁর প্রার্থীর নামের পাশে তৃনমুলের জোড়া ফুল প্রতীক। আর তৃনমুল কংগ্রেসের সুপর্ণা ঘোষ পালের নামের পাশে বিজেপির পদ্মের প্রতীক দেওয়া রয়েছে। এই নিয়ে শুরু হয় উত্তেজনা।
আরও পড়ুন: National Youth Day: বিবেকজয়ন্তীতে স্বামীজির প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ্য মোদী-মমতার
স্বাগতা দেবের নির্বাচনী এজেন্টের দাবি, দলীয় প্রতীক পাল্টানো হয়েছে। মানুষ প্রতীক দেখে ভোট দেন, প্রার্থীর নাম দেখে নয়। তাই জনপ্রিয় পদ্ম প্রতীক রাখা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামের পাশে। এমনই অভিযোগ করছেন বিজেপির নির্বাচনী এজেন্ট।