প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি উপহার দেওয়া হবে। লোকসভায় প্রথমবার প্রার্থী হয়ে প্রতিক্রিয়া সৌমেন্দু অধিকারীর। শনিবার লোকসভা ভোটের প্রথম তালিকা ঘোষণা করেছে বিজেপি। তাতে পূর্ব মেদিনীপুরের অধিকারী গড় থেকে প্রার্থী করা হয়েছে সৌমেন্দুকে।
কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় গিয়েছেন তৃণমূলের শিশির অধিকারী। যিনি সৌমেন্দুর বাবা। এবার ওই আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা।
তাতে অবশ্য কিছু যায় আসেনা বলেই জানিয়েছেন সৌমেন্দু। দাবি করেছেন প্রতিপক্ষ নিয়ে তিনি ভাবছেন না। বরং তাঁর ভাবনায় এখন থেকেই কাঁথি জয়। কারণ, এই আসন এবার মোদীকে উপহার দেবে বিজেপি।