রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে কলকাতায় এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে আসেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দর থেকে তাঁরা চলে যান মাহেশ্বরী ভবনে। সোমবারই কোচবিহারে যাবে এই চার সদস্যের প্রতিনিধি দল।
পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনে করেছেন কেন্দ্রের শাসক দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, মাহেশ্বরী ভবনে আক্রান্তদের রাখা হয়েছে। সদস্যরা তাঁদের অভিযোগ শুনবেন। সকালেই কোচবিহারে রওনা দেবেন তাঁরা।
এদিকে কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া জয়ের পরই এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযোগের কথা শুনে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবাক আক্রান্তদের নিয়ে রাজভবনেও যান তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যে কোচবিহারে যাবে বিজেপির চার সাংসদের প্রতিনিধি দলও।