BJP Meeting: ৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১২ জনের তালিকা রাজ্য BJP-র, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি

Updated : Jun 15, 2024 22:51
|
Editorji News Desk

আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের জন্য ১২ জনের তালিকা তৈরি করল রাজ্য BJP। শনিবার কোর কমিটির বৈঠকে ওই তালিকা তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই চার জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকের শেষে এমনই জানানো হয়েছে BJP-র তরফে। 

লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি BJP-র। তারপর শনিবার কোর কমিটির বৈঠক বসে। ১৮ জন সদস্যের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন ওই বৈঠকে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রমাণিক কোচবিহারে রয়েছেন। সেকারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। 

কোর কমিটির বৈঠক শেষে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এদিন চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত BJP কর্মীদের দেখতে রাজ্যে আসছেন চার সদস্যের প্রতিনিধি দল। সে বিষয় নিয়ে কথা হয়েছে। এর বাইরে নির্বাচনের ফলাফল নিয়ে কোনও আলোচনা হয়নি। 

এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিত না থাকা নিয়ে একাধিক জল্পনা উঠেছিল। কুণাল ঘোষ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম দিলীপ ঘোষের মুখোমুখি হতে হতো শুভেন্দুকে। আর তা এড়াতেই বৈঠকের দিনই কোচবিহার চলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও শুভেন্দু তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভোট পরবর্তী হিংসার জন্য বহু BJP কর্মী আক্রান্ত। কেন্দ্রীয় নির্দেশে তাঁদের পাশে দাঁড়াতেই কোচবিহার সফর করছেন তিনি।   

 

Election 2024

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী