আসন্ন চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের জন্য ১২ জনের তালিকা তৈরি করল রাজ্য BJP। শনিবার কোর কমিটির বৈঠকে ওই তালিকা তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই চার জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকের শেষে এমনই জানানো হয়েছে BJP-র তরফে।
লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি BJP-র। তারপর শনিবার কোর কমিটির বৈঠক বসে। ১৮ জন সদস্যের মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন ওই বৈঠকে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রমাণিক কোচবিহারে রয়েছেন। সেকারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি।
কোর কমিটির বৈঠক শেষে লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এদিন চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত BJP কর্মীদের দেখতে রাজ্যে আসছেন চার সদস্যের প্রতিনিধি দল। সে বিষয় নিয়ে কথা হয়েছে। এর বাইরে নির্বাচনের ফলাফল নিয়ে কোনও আলোচনা হয়নি।
এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিত না থাকা নিয়ে একাধিক জল্পনা উঠেছিল। কুণাল ঘোষ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম দিলীপ ঘোষের মুখোমুখি হতে হতো শুভেন্দুকে। আর তা এড়াতেই বৈঠকের দিনই কোচবিহার চলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও শুভেন্দু তা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ভোট পরবর্তী হিংসার জন্য বহু BJP কর্মী আক্রান্ত। কেন্দ্রীয় নির্দেশে তাঁদের পাশে দাঁড়াতেই কোচবিহার সফর করছেন তিনি।