করুণাময়ীর ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বৃহস্পতিবার রাতে টেট উত্তীর্ণদের অনশনে পুলিশি জুলুমের অভিযোগ করা হয়েছে। প্রতিবাদে শুক্রবার কলকাতা ও জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি ও তাদের ছাত্র সংগঠন এবিভিপি। এদিন সকালে করুণাময়ীতে গেরুয়া শিবিরের বিক্ষোভ আটকে দেয় পুলিশ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ, কথা রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা। অগ্নিমিত্রার এই দাবি সটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার করুণাময়ী-কাণ্ডের প্রতিবাদে রাজ্য দফতর থেকে মিছিল করেন গেরুয়া নেতারা। মিছিলের নেতৃত্ব দেন অগ্নিমিত্রা পল, সজল ঘোষের মতো নেতারা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। যদিও রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে দুপুর পর্যন্ত দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। যদিও করুণাময়ীর ঘটনাকে হিটলারের শাসনের সঙ্গে তুলনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, মিছিলে ছিলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।
কলকাতার পাশাপাশি জেলাতেও বেশ কিছু জায়গায় সকাল থেকে পথ অবরোধ করেন বিজেপি নেতারা। তবে দুপুরের পর থেকে সেই ঝাঁজ আর চোখে পড়েনি।