বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) ঘটনা নিয়ে সংসদে সরব হল বিজেপি। বালুরঘাটের (Balurghat) সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুললেন।
বুধবার সংসদে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৭ দিনে বাংলায় ২৬টি রাজনৈতিক হত্যা হয়েছে। সঙ্গে সঙ্গে বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদেরা।
আরও পড়ুন: Rampurhat Clash: রামপুরহাট প্রসঙ্গে রাজ্য পুলিশের পাশেই দাঁড়ালেন মমতা
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের এই ঘটনা ঘটেছে। বিজেপি, সিপিএম রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করছে।” এর পরই তিনি জানান, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব। তাঁকে বগটুইয়ের ঘটনা পুরোটা জানাব।”