বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly election) ২০০ আসন পাওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বিপর্যস্ত হয়েছিল বিজেপি। উপনির্বাচন এবং কলকাতা পুরসভা নির্বাচনেও (KMC Election) শোচনীয় ফল করেছে গেরুয়া শিবির। এবার সামনে রাজ্যের ৪ পুরসভার নির্বাচন। রাজ্য বিজেপির সামনে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব।
আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর পুরসভায় নির্বাচন। এর মধ্যে শিলিগুড়ি এবং আসানসোলে বিজেপি অপেক্ষাকৃত শক্তিশালী। বিধানসভা নির্বাচনেও এই দুই এলাকায় ভালো ফল করেছে তারা। তাই এই দুই পুরসভার দখল নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।
আরও পড়ুন:TMC: প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ শুরু তৃণমূলের অন্দরে, পথ অবরোধ বিধাননগর, আসানসোলে
শিলিগুড়িতে (Siliguri) বিজেপির বিধায়ক রয়েছেন। তিনি নিজেও প্রার্থী। আসানসোলেও বিজেপির বিধায়ক রয়েছেন। তবে বাকি দুই পুরসভায় বিজেপি দুর্বল।