পুরভোটে (West Bengal Municipal Election) নিজেদের দুর্গ রক্ষা করতে পারলেন না রাজ্য বিজেপির কোনও শীর্ষনেতা।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গড়েও সবুজ ঝড়। বালুরঘাট পুরসভা (Balurghat) দখল করল তৃণমূল কংগ্রেস (TMC)। ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২ টো মাত্র ওয়ার্ডে জয় পেয়েছে বামেরা। ২৩ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারের ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল প্রার্থী প্রদীপ্তা চক্রবর্তী।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) দুর্গ খড়গপুরে ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে তৃণমূল, ৬টিতে বিজেপি, ৬টিতে কংগ্রেস, ১টিতে সিপিএম, ১টি সিপিআই ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
আরও পড়ুন: Municipal Election 2022: পুরভোটে বিরোধী শূন্য বীরভূম, দোলের আগেই সবুজ আবির
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কাঁথি পুরসভায় মোট আসন ২১টি। তার মধ্যে ১৭টিই জিতেছে তৃণমূল। তিনটি গিয়েছে বিজেপি-র ঝুলিতে। কাঁথি উত্তরের দলীয় বিধায়ক সুমিতা সিংহকে পুরভোটে প্রার্থী করেছিল বিজেপি। তিনি তৃণমূলের কাছে হেরেছেন ৭৭ ভোটে। অবশ্য কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস ১৭৮ ভোটে জিতেছেন।