এবার হাঁসখালিতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম(Fact Finding Team) পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব(BJP)। বিজেপির পাঁচ মহিলা নেতৃত্বকে নিয়ে গঠিত এই দলে রয়েছেন যোগী সরকারের(Yogi Adityanath) ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, এবং তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। জানা গেছে, হাঁসখালিতে(Hanskhali Rape Case) এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
মঙ্গলবারই এই পাঁচ সদস্যের দল গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। বিজেপির পাঁচ সদস্যের এই দল হাঁসখালির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেখানে মানুষের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর রিপোর্ট(Fac Finding Report) তৈরি করে সেখানে এখন কী করা উচিত তা পেশ করবেন। কীভাবে তদন্ত এগোচ্ছে সেই বিষয়েও খোঁজ নেবেন বিজেপির(BJP) ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
আরও পড়ুন- Murshidabad Road accident : মুর্শিদাবাদে বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বগটুই কাণ্ডে(Rampurhat Genocide) পাঁচ সদস্যের একটি টিম পাঠান জেপি নাড্ডা। সেখানে চারজন আইপিএস অফিসার(IPS Officers) ছিলেন। ঘটনাস্থল খতিয়ে দেখে তাঁরা জেপি নাড্ডাকে(JP Nadda) রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টের কপি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও(Amit Shah) দিয়েছিলেন। এবারের টিমে পাঁচজন মহিলা সদস্য রয়েছেন বিজেপির। জানা যাচ্ছে হাঁসখালিকাণ্ডের(Hanskhali Rape Case) রিপোর্টের কপিও অমিত শাহকে দেওয়া হবে।