শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বারংবার প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিরোধীরা। এবার শিক্ষক দুর্নীতির অভিযোগ জানাতে ইমেল লঞ্চ করল বিজেপি। রবিবার বাঁকুড়ার সিমলাপালে এই ইমেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।
জানা গিয়েছে, এদিন বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ইমেলের উদ্বোধন করেন এই বিজেপি সাংসদ। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ইমেলের নাম দেওয়া হয়েছে sikshakniyogdurniti.report@gmail.com
আরও পড়ুন- Kali Puja 2022: 'ধর্ম যার যার, উৎসব সবার\', কাশিপুরে হিন্দু-মুসলমান মিলেই আরাধনা করেন মা কালীর
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথায়, অনেকেই প্রমাণ রেখে টাকা দেননি। তবে ফিক্সড ডিপোজিট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তৃণমূল নেতাদের দিলে, তার সুনির্দিষ্ট নথি সহ ইমেলে জানান। পরবর্তীতে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল। কে কাকে কত টাকা দিয়েছেন, কীভাবে দিয়েছেন বা কত বারে দিয়েছেন, সমস্ত তথ্য ইমেলে প্রামাণ্য নথি সহ জানাতে আবেদন করেছেন সুভাষ সরকার।