তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল BJP। অভিযোগ, BJP-প্রার্থীর ব্যাক্তিগত তথ্য সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
কী অভিযোগ
লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। তিনি সন্দেশখালির প্রতিবাদী মুখ হিসেবেই পরিচিত। এরপরেই রেখা পাত্রের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। যার তীব্র বিরোধিতা করেছিলেন বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তারা।
যদিও তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু জানিয়েছেন, তিনি কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস করেননি।