আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে এবার বেসরকারি সংস্থার হাত ধরতে চলেছে বিজেপি। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন। ওই প্রতিবেদন অনুযায়ী, জার্ভিস টেকনোলজি অ্য়ান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদিও এবিষয়ে রাজ্য নেতৃত্বের কেউই স্পষ্টভাবে মুখ খোলেননি।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নির্বাচনী পরামর্শদাতা ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক। আসন্ন লোকসভা নির্বাচনেও তারা তৃণমূলের হয়ে কাজ করবে বলেই খবর। অন্যদিকে বিজেপির হয়ে প্রচার কৌশল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জার্ভিস টেকনোলজিকে।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে ভোট কৌশলের দায়িত্বে ছিল গুরুগ্রামের একটি সংস্থা। যদিও তাদের কাজের উপর পুরোপুরি আস্থা না রাখতে পেরেই নয়া এই সংস্থাকে নিয়োগ করা হয়েছে।
এবিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আনন্দবাজার অনলাইনকে জানিয়য়েছে, "প্রত্যেক রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারের জন্য বিশেষ কৌশল থাকে। সেটা পুরোপুরি দলের অভ্যন্তরীণ বিষয়।" এবিষয়ে সংবাদমাধ্যমের কাছে তিনি মুখ খুলবেন না বলেই জানিয়েছেন।