বনগাঁ পুরসভা নির্বাচনে (West Bengal Municipal Election) নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ। পাশাপাশি, ভোট লুট হচ্ছে বলে কেঁদে ভাসালেন বিজেপি (BJP) প্রার্থী।
বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি বুথে নির্দল প্রর্থী এবং তাঁর নির্বাচনী এজেন্ট (মেয়ে) মারধোর অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। নির্দল প্রর্থীকেতৃণমূল ( TMC) বুথে ঢুকতে দিচ্ছে না বলেও অভিযোগ। নির্দল প্রার্থীর দুই মেয়ের ফোন ভেঙে দিয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন : West Bengal Municipal Election: সোনারপুরে ইভিএম ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাম-কংগ্রেসের
এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস। ঠাকুরপল্লী বনবিহারী প্রাথমিক বিদ্যালয় ভোট লুট করছে তৃণমূল বলে অভিযোগ করে কেঁদে ভাসালেন তিনি।
অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী বন্দনা দাসের। তিনি বলছেন বিরোধীরা তাদের উপরে হামলা চালিয়েছে এবং নাটক করছে ।