কাশীপুরের বিজেপি নেতা (Cossipore BJP leader Death) অর্জুন চৌরাসিয়া হত্যাকাণ্ডে নয়া মোড়। বৃহস্পতিবার রাতে খুনের হুমকি দেওয়া হয়েছিল অর্জুনকে, দাবি মৃতের মায়ের। তারপর রাতে আর বাড়ি ফেরেননি অর্জুন। শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়।
মৃত বিজেপি নেতার মা ও দাদার দাবি, বৃহস্পতিবার গভীর রাতে কাশীপুর রেল কলোনিতে তাঁদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল একটি গাড়ি। সেখানে কিছু একটা অশান্তি হচ্ছিল বলে তাঁরা বুঝতে পারেন। সেই সময় একবার বাড়িতে এসেছিল অর্জুন। তারপর আবার বেড়িয়ে যায়। অর্জুনের মায়ের দাবি, কাউকে দেখতে পাননি তিনি। তবে শুনেছিলেন কেউ তাঁর ছেলেকে উদ্দেশ্য করে বলছে, “খুন করে ফেলে রেখে দেব। কেউ খুঁজে পাবে না।” সেই ঘটনার পর রাত কেটে গেলেও বাড়ি ফেরেননি অর্জুন।
আরঅ পড়ুন- Murshidabad Murder Update : সুশান্তকে জেরা, সুতপা খুনের কিনারায় এবার মালদহে যাচ্ছে পুলিশ
এরপর সারারাত অর্জুনের খোঁজে তল্লাশি চালায় পরিবারের সদস্যরা। ফোনেও যোগাযোগ করা যায়নি। শুক্রবার সকালে রেলের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় অর্জুনের ঝুলন্ত দেহ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। মৃত্যুতে লাগে রাজনীতির রং। কলকাতায় থাকায় ওইদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আশ্বাস দেন পাশে থাকার। খুনের অভিযোগ তোলে পরিবার ও বিজেপি। যদিও ময়নাতদন্তে মেলেনি কোনও ধস্তাধস্তির চিহ্ন, দাবি চিকিৎসকদের।