পুলিশকে(Police) বিবস্ত্র করার হুমকি বিজেপি নেতার(BJP Leader)। হুমকি দেওয়ার পরেই গ্রেফতার বাঁকুড়ায় বিজেপি নেতা জীবন চক্রবর্তী।
জানা গেছে, বাঁকুড়ার ছাতনা থানার(Chatna Police Station) আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বাঁকুড়া জেলার(BJP Bankura District) প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ছাতনার দুবরাজপুর মোড়ে(Dubrajpur) একটি পথ অবরোধ কর্মসূচিতে যোগ দেন ওই বিজেপি নেতা। সেখানে ‘বেআইনি’ জমায়েত সরাতে যাওয়া আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
আরও পড়ুন- Amit Shah: বিধানসভায় হাতাহাতি, 'যা করার ঠিক সময়েই করব', মনোজ টিগ্গাকে আশ্বাস দিলেন অমিত শাহ
বাঁকুড়ার ছাতনার বাঁকাপাড়া নামে একটি পুকুরে সম্প্রতি সংস্কারের কাজ হয়েছে। সূত্রের খবর ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পের অধীনে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ওই প্রকল্পে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে দুবরাজপুর মোড়ে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তা জীবনের নেতৃত্বে অবরোধ করে স্থানীয় বিজেপি কর্মীদের(BJP Workers) একাংশ। যদিও অভিযুক্ত জীবন চক্রবর্তী দলের কেউ নয় বলে দাবি বিজেপির।