টানা ২ ঘন্টার পুলিশি জেরায় অসুস্থ হয়ে পড়লেন আসানসোলের(Asansol Stampede Case) বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। শনিবার কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari) স্ত্রীকে জেরা করে আসানসোল উত্তর থানার পুলিশ(Asansol North Police Station)। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ত্রীকে মানসিক হেনস্থার অভিযোগ করেছেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)।
শনিবার আসানসোলের এই বিজেপি নেতা জানান, জেরার নামে তাঁর স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলকে(TMC) খুশি করতে পুলিশের এই কাজের নিন্দা করেছেন এই বিজেপি নেতা(BJP on Asansol Stampede Case)। তাঁর আরও দাবি, জেরার নামে ৭ জন অফিসার মিলে চৈতালি তিওয়ারির ওপর মানসিক নির্যাতন চালিয়েছে। হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশের কথা মনে করিয়েও জিতেন্দ্রর প্রশ্ন, ২ ঘন্টা জেরার কথা বলা হয়েছে মানে ২ ঘন্টাই জেরা করতে হবে। একজন মহিলাকে এইভাবে জেরা করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন- CV Ananda Bose: যাদবপুরের সমাবর্তনে অশান্তি, বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল
শনিবার সকাল ১০টা নাগাদ জিতেন্দ্র তিওয়ারির(Jitendra Tiwari on Stampede Case) বাড়িতে যায় এই মামলার তদন্তকারী অফিসাররা। টানা ২ ঘন্টা পর ফের ১২টা নাগাদ তাঁরা বেরিয়ে যান বাড়ি থেকে। এই সময়পর্বে কার্যত দুর্ভেদ্য দূর্গের মতো ঘিরে রাখে পুলিশবাহিনী(Asansol North Police Station)। এমনকি, বাড়তি সতর্কতায় বাড়ির চারপাশে লোহার ব্যারিকেড বসানো হয়।