'সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন।' মঙ্গলবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর আরও দাবি, 'রাজ্যপালের(Jagdeep Dhankhar) সম্মানরক্ষার জন্যই দুটো বুথে পুনর্নির্বাচন(Repoll) হচ্ছে।'
রবিবার পুরভোটকে(Municipal Election 2022) কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয় বিভিন্ন জেলা। বিরোধীরা একযোগে আক্রমণ করে শাসক তৃণমূলকে(TMC)। কিন্তু তারপরেও রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে পুরনির্বাচন। তাতে সায় দেয় পুলিশ-প্রশাসনও(Police)। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী বিজেপি(BJP), বাম(Left), কংগ্রেসের(Congress) নেতা-কর্মীরা।
আরও পড়ুন- Municipal Election 2022: শ্রীরামপুর এবং দক্ষিণ দমদম পুরসভার দুটি বুথে শুরু হল পুনর্নির্বাচন
বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumder) কটাক্ষ, 'মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) হয়তো লিখে দিয়েছিলেন দুটি বুথেই ভোট হবে। কমিশন সেইমতো সিদ্ধান্ত নিয়েছে।'