কয়লা কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির। তবে শুক্রবার ভবানী ভবনে হাজিরা দেবেন না তিনি। চিঠি মারফত একথা জানিয়ে দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। সুত্রের খবর, এই মামলায় তাঁর নাম জড়ানো নিয়ে হাইকোর্টেও যেতে চান তিনি।
জিতেন্দ্রের দাবি, এই মামলা যে অঞ্চলের মধ্যে পড়ে, সেটি কখনই তাঁর এলাকার মধ্যে ছিল না। জিতেন্দ্র বিধায়ক কিংবা মেয়র থাকাকালীন ওই অঞ্চলেও যাননি। এটি আদতে রানিগঞ্জ অঞ্চলের মামলা। ফলে সেখানকার রাজনৈতিক নেতা, বিধায়ক, সাংসদ, প্রশাসনিক কর্তাদের না ডেকে কেন জিতেন্দ্রকে ডাকা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন জিতেন্দ্র-ঘনিষ্ঠরা। তাঁদের অভিযোগ, জিতেন্দ্রের ভাবমূর্তি নষ্ট করতেই সিআইডি তলব করছে।