সন্দেশখালি নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সূত্রের খবর, এবার ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর সঙ্গে সেখানে যাবেন বিজেপির ছয় সদস্যের প্রতিনিধি দল। যার মধ্যে পাঁচজনই মহিলা। জানা গিয়েছে, সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলবেন তাঁরা।
সন্দেশখালি নিয়ে BJP-র বিক্ষোভ
যত দিন যাচ্ছে সন্দেশখালি নিয়ে ততই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে BJP। মঙ্গলবার বসিরহাট SP অফিস অভিযান করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বৃহস্পতিবারও সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁকে সরবেরিয়ার কাছে আটকে দেওয়া হয় বলে অভিযোগ।
অন্যদিকে সন্দেশখালির অশান্তির পিছনে RSS-র চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ও আদিবাসীদের মধ্যে বিবাদ লাগানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর।