প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভার প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়। শুক্রবার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জলুবাবু। মৃত্যুকালে এই বর্ষীয়ান বিজেপি নেতার বয়স হয়েছিল ৯০ বছর। পেশায় আইনজীবী এই মানুষটির হাত ধরে ১৯৯৯ সালে প্রবল বাম হাওয়াতেও কৃষ্ণনগর লোকসভায় জিতেছিল বিজেপি। সে সময় রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট গড়ে ওই আসন বামেদের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পরে তাঁকে বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়।
২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী পদ সামলেছিলেন তিনি। তবে ২০০৯ ও ২০১৪ সালে তাঁকে হারিয়ে কৃষ্ণনগরের সাংসদ হন তৃণমূল প্রার্থী তাপস পাল। উল্লেখ্য, তাঁর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বর্তমানে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল।
আরও পড়ুন- India Vs Australia : ইন্দোরে ব্যর্থ ব্যাটিং দফতর, অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বীকার করলেন রোহিত