এবার নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ ও শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেই পিসি-ভাইপো সম্বোধন করেই এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তাঁর হুঁশিয়ারি এবার পিসি-ভাইপোকে গ্যারেজ করবেন। শুভেন্দুর এই গ্যারেজ হুঁশিয়ারি অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা তাঁকে জেলে ভরা হবে বলে ফের জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
দিন কয়েক আগে রাজ্যে থেকে তৃণমূলকে উৎখাতে বামেদের সাহায্যের হাত চেয়েছিলেন শুভেন্দু। এদিন আবার নন্দীগ্রামে তাঁর মুখেই রাজ্য থেকে বামেদের সাফ করার কথা। সেখানেই তিনি জানান, এ বার পিসি-ভাইপোকেও একেবারে গ্যারেজ করবেন। আগামী বছর দেখা হবে। তখন ভাইপো বাইরে থাকবেন না। ভিতরে থাকবেন।
তবে শুভেন্দুর এই হুঁশিয়ারিকে খুব একটা আমল দিতে চান না নন্দীগ্রামের বিশেষ পর্যবেক্ষক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের পাল্টা অভিযোগ, নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁকে জেলে ভরা হবে বলেও দাবি করেন কুণাল। কারণ, এর আগেও রাজ্যে তিনটি তারিখের কথা বলেছিলেন বিরোধী দলনেতা। সেই তারিখে অবশ্য বিরাট কোনও পরিবর্তন হয়নি বলেই দাবি রাজনৈতিক মহলের।