BJP -র SP অফিস অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট। একাধিক ব্যারিকেড ভেঙে SP অফিসের দিকে এগোতে থাকে মিছিল। যার নেতৃত্ব দেন BJP - র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, ওই মিছিল আটকাতে লাঠিচার্জ করেছে পুলিশ। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। এরপর SP অফিসের সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা।
সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, পুলিশ অভিযোগ না শোনা পর্যন্ত অবস্থান চলবে। এদিকে, BJP নেতৃত্বের অভিযোগ, এদিন বিক্ষোভ চলাকালীন মহিলাদের উপরও নির্বিচারে লাঠি চালায় পুলিশ।
Sandeshkhali Incident : সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ, তদন্ত শুরু করল রাজ্য
কলকাতা থেকে সড়কপথ ছেড়ে ট্রেনে করে সন্দেশখালি রওনা দেন সুকান্ত মজুমদার। বসিরহাট স্টেশনে নেমে বাইক মিছিল করে SP অফিসের উদ্দেশে রওনা দেন তিনি। বড়ো রাস্তা ছেড়ে বিভিন্ন ছোট রাস্তা দিয়ে সেখানে পৌঁছন তিনি।