নিয়োগ দুর্নীতিকাণ্ডে পথে নামল বিজেপি। সোমবার বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে টেট দুর্নীতিকাণ্ডে জড়িতদের ছবি নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপি বিধায়করা। এদিন বিকেল ৪টে নাগাদ বিধানসভার দু’নম্বর গেটের সামনে বিজেপি বিধায়কেরা সার বেঁধে দাঁড়ান। প্রত্যেকের হাতেই ছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িতদের পোস্টার। এই পোস্টার প্রদর্শনীতে বিরোধী দলনেতা ছাড়াও হাজির হন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, তাপসী মণ্ডল সহ একাধিক বিজেপি বিধায়ক।
শনিবার দুপুর ১২টার মধ্যে গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবার শুনানির দ্বিতীয় পর্বে এই সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের আরও জানায়, শুক্রবার থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই ৭৮৫ জন। পাশাপাশি, আগের ৫৭ জনেরও চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-