সোনারপুরে BJP কর্মী এবং তাঁর স্ত্রী ও পুত্রের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। তাঁদের তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। প্রথমে তিনজনকেই বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম অর্চন ভট্টাচার্য। হামলার সঙ্গে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনারপুর চৌহাটি এলাকায়। আহত BJP-নেতার নাম গোবিন্দ অধিকারী।
জানা গিয়েছে গত লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন গোবিন্দ অধিকারী। অভিযোগ, সেই কারণেই তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়।