বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়েই বিজেপিতে ভাঙন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নন্দীগ্রামের বেশকিছু প্রভাবশালী বিজেপি নেতা। নন্দীগ্রামের ভেকুটিয়া মণ্ডল কমিটির নেতা এবং মণ্ডল সভাপতির ভাই এদিন তৃণমূলে যোগ দেন। তাঁরা জানান, বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়েই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ভেকুটিয়ার এই সভায় প্রধান বক্তা ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এছাড়া তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সবুজ প্রধান, জয়দেব দাসরাও কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন।
এই ভেকুটিয়া এবং হরিপুর অঞ্চলে গত বিধানসভা ভোটে লিড পায় বিজেপি। এমনকি, সমবায় নির্বাচনেও দারুণ ফল করেছিল গেরুয়া শিবির। কিন্তু পঞ্চায়েত ভোটের এই ধাক্কায় কিছুটা দিশেহারা স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- Baruipur News: নার্সিংহোমের ভুলে 'পুত্র' থেকে 'কন্যা', পরিবার থেকেও সদ্যোজাতের ঠাঁই হল সরকারি হোমে