পুরভোটের প্রচারে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদীয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ (BJP MLA Bankim Ghosh)। চাকদায় পুরভোটের প্রচারে (Municipal Election Campaign) গিয়ে তিনি বলেন, 'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম (EVM) ভেঙে দিয়ে চলে আসবেন।'
সোমবার বিকেলে নদীয়ার চাকদায় নির্বাচনী প্রচার করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। সেই মঞ্চেই বঙ্কিম ঘোষ বলেন, "২০১৮ ও ২০১৫ সালের পৌরসভা নির্বাচনের কথা স্মরণ করে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা নিজেরা প্রয়োগ করুন। আর যদি আপনাদের বাধা দেয়, আপনারা যদি ইভিএম মেশিনে কাউকে ছাপ্পা মারতে দেখেন, ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন। তবু আপনারা অবৈধ ভোট মেনে নেবেন না।"
আরও পড়ুন: শুভেন্দুকে খুনের চক্রান্ত চলছে, বিস্ফোরক অর্জুন সিং
এদিন এই প্রচারসভার শেষে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় শুভেন্দু অধিকারীর। অশান্তি এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিজেপির অভিযোগ পুর এলাকায় অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। প্রচারের শেষে চাকদা থানার আইসির সঙ্গে বচসায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁর গায়ে হাত দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।