দলবদলের জল্পনার মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার প্রায় আধ ঘণ্টা খড়্গপুরের বিধায়ক ছিলেন শুভেন্দুর নিজাম প্যালেসের দফতরে। একান্তে আলোচনার পরে ছবিও তোলেন তাঁরা।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক হিরণ সাক্ষাৎ করেছেন বলে জল্পনা ছড়ায়। সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে হিরণের টুইটার বায়ো। সেখানে নামের পাশ থেকে উঠেছে ‘বিজেপি’ শব্দ, তার বদলে শুধু লেখা খড়্গপুর সদরের বিধায়ক এবং কাউন্সিলর ।
আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেখানেই অভিনেতা বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃণমূলে ফিরতে পারেন বলে শোনা গিয়েছিল। জল্পনার মাঝেই শুভেন্দুর সঙ্গে দেখা করলেন হিরণ। সোমবার তাদের আবার দেখা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।