গরুপাচার মামলায় নাম জড়ানো নিয়ে ফের একবার তৃণমূল সাংসদ দেবকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক হিরণ। শনিবার সাংবাদক বৈঠকে তিনি বলেন, “এনামুলের থেকে টাকা নিয়েছেন দেব। যদি দোষী সাব্যস্ত হন সেক্ষেত্রে জেলে যেতে হতে পারে।” এরপরেই খড়্গপুরের বিজেপি বিধায়ক মিঠূন চক্রবর্তীকে নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। তাঁর কথায়, 'প্রজাপতি' সিনেমাটিতে অভিনয়ের কারণে মিঠুনদাকে না বিপদে পড়তে হয়।
উল্লেখ্য, গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ দেবের নাম জড়িয়ে যাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেবের প্রযোজনা সংস্থায় এনামুলের টাকা রয়েছে বলেও অভিযোগ ওঠে। এদিন সেই প্রসঙ্গ টেনে এনেই ঘাটালের সাংসদকে নজিরবিহীনভাবে কটাক্ষ করেন এই বিজেপি বিধায়ক।
এখানেই শেষ নয়, তিনি এরপর বলেন, “মিঠুনদা (Mithun Chakraborty) অত্যন্ত সৎ, সরল মানুষ। কিন্তু উনি দীপক অধিকারীর প্রযোজনা সংস্থায় প্রজাপতি সিনেমাটি করেছেন। ফলে দেব দোষী সাব্যস্ত হলে গোটা বিষয়টায় জড়িয়ে পড়বেন মিঠুন চক্রবর্তী। সেক্ষেত্রে আবারও তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে।”
অন্যদিকে, বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। সাংসদ শান্তনু সেন বলেন, “প্রচারের আলোয় আসতেই এসব করছেন হিরণ।”