বৃহস্পতিবারই গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী। রাণাঘাট দক্ষিণের বিজেপির বিধায়ক তিনি।
বৃহস্পতিবার নারী দিবস উপলক্ষে পদযাত্রা করছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলেই অভিষেকের পাশে হাঁটতে দেখা যায় রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে।