হাসপাতালে বিষ প্রয়োগে মেরে ফেলা হতে পারে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal)। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন বনগাঁ দক্ষিণের(Bangaon South) বিজেপি বিধায়ক(BJP MLA) স্বপন মজুমদার। তাঁর কথায়, অনুব্রত সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে বহু ‘কুকীর্তি’ প্রকাশ্যে আনবেন। তাই তৃণমূল তাঁকে মেরে ফেলতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এই বিজেপি বিধায়ক।। যদিও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল(TMC)।
বিজেপি বিধায়কের এই মন্তব্য নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের(Gopal Seth) প্রতিক্রিয়া, ‘‘উনি সাধারণ মানুষের কাছে বিধায়ক হিসাবে আর পরিচিত নন। উনি অনুব্রত মণ্ডল সম্পর্কে অসংলগ্ন কথা বলছেন। এ সব নিয়ে উনি কথা বলার কে? সিবিআইকে(CBI) দিয়ে তো রাজনৈতিক ভাবে বিরক্ত করা হচ্ছে। আর এই বিষয়টি তো তদন্তসাপেক্ষ। ওঁর বলার কী অধিকার আছে? ওঁর বিরুদ্ধেই তো মাদক মামলায় অভিযোগ ছিল। বিজেপিকে(BJP) পয়সা দিয়ে ছাড়া পেয়েছেন। উনি জাল শংসাপত্র দিয়ে বিধায়ক হয়েছেন। ওঁর এই সব কথা বলার কী অধিকার আছে?’’