মঙ্গলবার গয়েশপুরে বিজেপি(BJP) পার্টি অফিসে হামলার অভিযোগে বুধবার তৃণমূলকে(TMC) বিঁধলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) স্বপন মজুমদার। শাসকদলকে সতর্ক করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। মঙ্গলবার তাঁদের পার্টি অফিসে আক্রমণের প্রতিবাদে বুধবার গাইঘাটা চাঁদপাড়া বাজারে পথ অবরোধ করে বিজেপি(BJP)। সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA)।
মঙ্গলবার নদীয়ার কল্যাণীতে(Kalyani) কর্মীসভা চলার সময় আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির(BJP) সভাপতি রামপদ দাস। এর প্রতিবাদে বুধবার বেলা বারোটা থেকে আধঘন্টার জন্য গাইঘাটা চাঁদপাড়া বাজারে যশোর রোড(Jessor Road) অবরোধ করা হয় বিজেপির(BJP) তরফে। বিজেপির অভিযোগ, শাসকদল তৃণমূল(TMC) বিভিন্ন জায়গায় কখনও নিজেরাই, কখনও পুলিশকে(Police) কাজে লাগিয়ে বিজেপি(BJP) কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। যার নবতম সংযোজন এই ঘটনা। তবে এর ফলে, বিজেপি(BJP) কর্মীরা যে মাথা নত করবেন না, তাও স্পষ্ট করে দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক(BJP MLA) স্বপন মজুমদার।
তৃণমূলের(TMC) তরফে বিজেপি বিধায়কের এই হুমকিকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানান, "পশ্চিমবঙ্গ কোনওদিন উত্তরপ্রদেশ বা গুজরাট হবে না। বাংলাকে দাঙ্গা বা এনকাউন্টারের রাজ্য করা যাবে না। কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় গণতান্ত্রিক উপায়ে, সাংবিধানিকভাবে সরকার তথা প্রশাসন পরিচালিত হয়।" এর পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান শংকর দত্ত।