তাল কাটল প্রথমদিনেই। বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট করল বিজেপি(BJP MLAs walkout from Assembly)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তৃতা চলাকালীন বিধানসভা ছাড়ে বিরোধী দল। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগানের অভিযোগ। এই হট্টগোলের মধ্যেই অবশ্য তাঁর সংক্ষিপ্ত ভাষণ শেষ করেন রাজ্যপাল।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছরগুলি শান্তিপূর্ণভাবে কেটেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বদা তৎপর। ভাষণের এই অংশ পাঠ করার পরেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা(BJP MLAs on CV Ananda Bose)। তৃণমূলকে আক্রমণ করে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। মূলত দুর্নীতি, বকেয়া ডিএ সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয় বিজেপি। এরপরই বিধানসভাকক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন- Gold Price Today: বেড়েই চলেছে সোনার দাম, বিয়ের মরশুমে মাথায় হাত মধ্যবিত্তের