পুরুলিয়ার ঝালদা (Jhalda) এবং উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) নিহত দুই কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলরের ছবি নিয়ে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপির (BJP) বিধায়কেরা।
বিজেপির দাবি, রাজ্যে আইনের শাসন নেই। শাসকদল তৃণমূলের (TMC) মদতে চলছে অবাধ গুণ্ডারাজ।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে মৃতের দাদাকে আটক করল পুলিশ
পানিহাটির ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, এই ঘটনা ভয়াবহ। তবে তৃণমূলের কর্মীদের খুন করে তাঁদের শেষ করা যাবে না।
অবিলম্বে কাউন্সিলর খুনে জড়িতদের গ্রেফতার করার দাবিতে সোমবার অবরোধ করা হয় বিটি রোড।