বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ এবং অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেওয়া সিদ্ধান্ত। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মনে করে, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে ‘গ্রেটার কোচবিহার’ তৈরি করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাঁর দাবি, স্বাধীনতার
পর থেকে কোচবিহারের মানুষের সঙ্গে 'অবিচার' হয়েছে। তা শুধরে নেওয়া হোক।
অনন্ত মহারাজের বক্তব্য যে দল সমর্থন করে না, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য৷ তাঁর বক্তব্য, "বিজেপি খণ্ড-বিখণ্ডে বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গের বর্তমান সীমারেখা বজায় রাখাই বিজেপির নীতি।"
দলের সঙ্গে অনন্ত মহারাজের টানাপোড়েন অবশ্য অনেকদিনের। অনন্ত শিবিরের দাবি, পৃথক কোচবিহার রাজ্যের দাবি মেনে নেওয়ার কথা বলেই তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি। নজরে ছিল রাজবংশী ভোট। কিন্তু অনন্ত শিবিরের অভিযোগ, কথা রাখেনি গেরুয়া শিবির। লোকসভার ভোট ঘোষণার পরেই এই বিষয়ে মুখ খোলেন অনন্ত। তিনি বলেন, অমিত শাহ তাঁকে ফোনে জানিয়ে দিয়েছেন যে, কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না।
এই ক্ষোভের প্রভাব পড়ে নির্বাচনেও৷ কোচবিহার কেন্দ্রে হেরে যান বিজেপি প্রার্থী তথা অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। তারপর তাঁর মানভঞ্জনের চেষ্টা করেছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি৷ উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবারই উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।