দলবিরোধী কাজের জন্য জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder) ও রীতেশ তিওয়ারিকে (Ritesh Tiwari) শো-কজ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে জানানো হয়, দলবিরোধী কাজের জন্য কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে। এদিকে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (BJP MP Shantanu Thakur) জানান, "তাঁর সঙ্গে আরও নেতা বৈঠক করবেন। সব 'বিক্ষুব্ধদের' কি বাদ দেওয়া সম্ভব!"
রবিবার নেতাজির জন্মজয়ন্তীতে (Netaji Birth Anniversary) নতুন করে বিতর্ক তৈরি রাজ্য বিজেপিতে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় আশিস বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়িতে আয়োজিত বনভোজনে যান শান্তনু ঠাকুর। সেখানে তিনি বলেন, "আমি আবার এদের নিয়ে বৈঠকে বসব। পার্টিতে যারা খুশি নয়, তাদের নিয়ে আমি বসব। এটা আমার কর্তব্য। সাংসদ হিসেবে, একজন মন্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। তাদেরকে বোঝানোর, তাদেরকে সামলানোর।"
আরও পড়ুন: ভাটপাড়ায় গুলি-কাণ্ডের তদন্তের দাবি তৃণমূলের, থমথমে এলাকাতেই নেতাজী জন্মজয়ন্তী
সম্প্রতি বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে কলকাতায় বৈঠক করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সম্প্রতি বনগাঁয় বিজেপির বিক্ষুদ্ধ নেতাদের নিয়ে বৈঠকও করেন তিনি। রাজ্যে 'বিক্ষুব্ধ' নেতা ও কর্মীদের চাঙ্গা করতে তিনি 'বনভোজন' কর্মসূচি নেবেন বলে জানান বিজেপি সাংসদ।