আরও এক ধাপ এগোল বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) এবং তৃণমূল নেত্রী (TMC) সুজাতা মণ্ডলের (Sujata Mondal) বিবাহ বিচ্ছেদের মামলা। সোমবার বিবাহবিচ্ছেদের মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজির হন তাঁরা দুজন।
এর আগে তাঁরা দু'জনেই পৃথক পৃথক ভাবে আদালতে হাজির হয়ে 'মিউচুয়াল ডিভোর্স'-এর মামলা দায়ের করেছিলেন। সোমবার সেই মামলার শুনানি ছিল।
বিচারক তাঁদের কাছে জানতে চান তাঁরা বৈবাহিক সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চান কী না। উত্তরে দুজনেই বিবাহবিচ্ছেদের কথা বলেন। প্রায় ১ ঘন্টা ধরে এই মামলার শুনানি হয়।
আরও পড়ুন- ক্ষমা চেয়েই কাজ করতে হবে, দূতদের বার্তা তৃণমূল নেত্রীর
শুনানি শেষে সুজাতা জানান, তাঁর কোনও দাবিদাওয়া নেই। গোটা বিষয়টি বিচারাধীন। এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি সৌমিত্র খাঁ।