তাঁদের সম্পর্কের তার ছিঁড়ে গিয়েছিল বেশ কিছু বছর আগে। সোমবার তাতে সিলমোহর বসার কাজও প্রাথমিক ভাবে শুরু হয়ে গেল। এদিন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের(Sujata Mondal) থেকে পাকাপাকি ভাবে সম্পর্ক ছিন্ন করতে চেয়ে বাঁকুড়া জেলা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ২০২০ সালের ২১ ডিসেম্বর তৃণমূলে(TMC) যোগ দিয়েছিলেন সুজাতা। তারপর থেকে সুজাতার সঙ্গে সৌমিত্রর সম্পর্কের সুতো ধীরে ধীরে ছিড়তে শুরু করেছিল।
এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র জানিয়েছেন, এই দু’বছর ধরে তাঁদের সম্পর্কে অনেক টানাপোড়েন চলেছে। তিনি গত বছর জানুয়ারি এবং মার্চ মাসে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন। এদিন বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন।
বিজেপি নেতার দাবি, তাঁর পরিচিতি রাজনীতির জন্য। এর থেকে আর বেশি কিছু বলতে পারবেন না তিনি। প্রতিক্রিয়ায় সুজাতার দাবি, এই ব্যাপারে যা বলার তিনি পড়ে বলবেন।