বন্দে ভারতে পাথর হামলা নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত বিজেপি শিবির(BJP)। রাজ্যের প্রিমিয়াম ট্রেনের এই ঘটনায় এনআইনএ তদন্তের(NIA Investigation) দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এবার তার বিপরীতে হেঁটে সিআইডি তদন্তের(CID Investigation) দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার(BJP MP Subhas Sarkar)। তাঁর কথায়, রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ বলে তদন্ত করতে কোনও অসুবিধে হবে না। শুভেন্দুর বিপরীতে হেঁটে সুভাষের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে শাসক শিবির।
তবে পাথর কাণ্ডে সিবিআই তদন্তের(CBI Investigation) বিষয়টি উড়িয়ে দেননি সুভাষ। বাঁকুড়ার বিজেপি সাংসদ(Bankura MP) জানান, সিবিআই(CBI Investigation on Vande Bharat Issue) তদন্তের কোনও দরকার নেই, তা তিনি বলেননি। সুভাষের মতে, "সিআইডিকে(CID on Vande Bharat) দিয়ে তদন্ত করে খুঁজে বার করা হোক, কোন এলাকা থেকে ঢিল ছোড়া হয়েছে, কারা ঢিল ছুড়েছে, তা চিহ্নিত করা হোক।" পাশাপাশি, এক্ষেত্রে পক্ষপাতের রাজনীতি না করার আবেদনও জানান এই কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন- Malda News: ডিজে চালানোর প্রতিবাদ, মালদায় বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে
মালদহে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়ার ঘটনায় মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। প্রায় একই দাবি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanata Mazumder)। টুইটে করে শুভেন্দু লেখেন, তিনি প্রধানমন্ত্রীর দফতর এবং রেলের কাছে আবেদন জানাবেন, এই ঘটনার তদন্ত এনআইএ-এর(NIA Investigation) হাতে তুলে দেওয়ার জন্য।