এখনও এই রাজ্যে ক্ষমতায় আসার যোগ্য হয়ে ওঠেনি বিজেপি (BJP)। এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumder)। আত্মসমালোচনা করতে গিয়ে তৃণমূলের (TMC) কাছ থেকে শেখার পরামর্শও দিয়েছেন তিনি। দল হিসেবে এখনও সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করার মানসিকতাই তৈরি হয়নি বলে দাবি রাজ্য সভাপতির।
২০২১ বিধানসভা নির্বাচনের প্রচারে (2021 Assembly Election Campaign) গেরুয়া শিবিরের স্লোগান ছিল, 'এবার ২০০ পার'। নির্বাচনের আগে বিজেপিকে নিয়ে মাতামাতি শুরু হয়েছিল। দলের কর্মীরাই ধরে নিয়েছিলেন, এবার রাজ্যে পালাবদল হচ্ছে। কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেসের সামনে মুখ থুবড়ে পড়েছে দল। একশো আসনও পায়নি দল। রবিবার মেদিনীপুরে দলের সাংগঠনিক বৈঠকে ফলাফলের পর্যালোচনা করতে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে তিনি জানান, "আমরা কর্মীদের বলছি, কিছু বলার থাকলে ওপরে বলবে। আমরা নিজেরাই চায়ের দোকানে একে অন্যের সমালোচনা করছি। মানুষ কিন্তু বোকা নয়। মানুষ সব দেখে। আমরা ক্ষমতায় আসার মতো যোগ্য হয়ে উঠিনি।" বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে সুকান্ত জানান, "২০০ আসনের স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম। সরকার গড়ছি, এমন একটা হাইপ তৈরি হয়েছিল। লোককে স্বপ্ন দেখানোর বদলে নিজেরাই স্বপ্ন দেখে নাচতে শুরু করলাম। বেশি স্বপ্ন দেখলে যা হয়. ধপাস করে নীচে পড়লাম।"
আরও পড়ুন: সিবিআইকে ফের চিঠি অনুব্রতর, মে মাসের শেষ সপ্তাহে হাজিরা দিতে পারেন তৃণমূল নেতা
সম্প্রতি সুকান্ত মজুমদারকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পর উত্তাল হয় বঙ্গ রাজনীতি। দিলীপ ঘোষ জানান, ওর অভিজ্ঞতা কম। নিজেদের অন্তর্দ্বন্দ্ব যে বিজেপির রাজ্যজয়ের স্বপ্ন নষ্ট করেছে, তা সাফ জানান সুকান্ত মজুমদার। তাঁর মতে, একজন টিকিট পেলে আরও দুজন তার সমালোচনা করছে। কারণ, তিনি হারলে অন্য কারও সুযোগ হবে। এই মানসিকতা না পাল্টালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না।
তৃণমূল কংগ্রেসকে দেখে শেখার কথাও বললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত জানান, "তৃণমূলকে দেখুন। গোটা বছর নিজেরা মারামারি করছে। কিন্তু ভোট আসলে সব চোর একসঙ্গে হয়ে যায়। কারণ ওরা জানে ভোটটা জিততে না পারলে তোলা তুলতে পারবে না। আমরা উল্টোটা করছি। গোটা বছর সবার সঙ্গে হাত ধরে 'ভারত মাতা কি জয়' বলছি। ভোটের সময় প্রার্থী ঘোষণা হয়ে গেলে তাঁকে কীভাবে হারানো যায়, সেটা ভাবছি। এভাবে ভোটে জেতা যায় না।" কর্মীদের উদ্দেশ্যে সুকান্তের বার্তা, "আপনারা নিজেদের নেতাকেই যোগ্য মনে করছে না। বিজেপির বুথ সভাপতিরাও আশা করেন, রাজ্য সভাপতিকে ফোন করে কথা বলবেন। তৃণমূলের কোনও ব্লক সভাপতিকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে। আসলে আপনি নিজের দলের রাজ্য সভাপতিকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমগোত্রীয় মনে করছেন না। সেটা দিলীপদা হোক, আমি হই বা যেই হন। তা হলে জনগণ কেন তাদের নেতা মনে করবে?"
রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের এই মূল্যায়ন নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেন, "ওরা হেরেছেন, কিন্তু হারের কারণ বোঝেননি। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাতে গেলে তার বিকল্প চাই। তাঁর লড়াই, ভাবনা, পরিক্পনা, কাজের বিকল্প বিজেপিতে কোথায়! এটা যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ মায়কল্পে থাকবেন। দখলদারি মনোভাব নিয়ে গণতন্ত্রে জয় পাওয়া যায় না।"