বেআইনি জমিতে গড়ে ওঠা BJP পার্টি অফিস ভেঙে দিল প্রশাসন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার তারাতলা এলাকায়। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের অভিযোগ, তৃণমূল পার্টি অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ তাঁদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বেআইনি কাঠামো উচ্ছেদ অভিযান শুরু হয়। বৃহস্পতিবারও সেই অভিযান চলতে থাকে। সেই সময় তারাতলার ওই BJP পার্টি অফিসে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পোর্ট ট্রাস্টের জায়গায় ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। সেকারণে ভেঙে দেওয়া হয়েছে।
যদিও পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছে BJP। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই জায়গাতেই পার্টি অফিস রয়েছে। এটা কোনও অবৈধ নির্মাণ নয়। পুলিশ জুলুম করে এটি এটি ভেঙেছে বলেও অভিযোগ তাদের।