বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলিপুরদুয়ারেই হেরে গেলেন দলের জেলা সভাপতি নিজেই। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে মাত্র ১টা ভোট কম পেয়ে হেরে গেলেন ভূষণ মোদক।
২০২১-এর বিধানসভা ভোটে আলিপুরদুয়ারে সব ক’টি আসনেই জিতেছিল বিজেপি। কিন্তু তার পরই ছন্দপতন। প্রথমে বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সদলবলে যোগ দেন তৃণমূলে। তার পর ভূষণকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি।তেইশের পঞ্চায়েতে ভূষণ দাঁড়িয়েছিলেন ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হিসাবে। মঙ্গলবার ফলপ্রকাশ হলে দেখা গেল, মাত্র ১ ভোটে ভূষণকে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিমল মোদক।
হারের পর তিনি বলেন, ‘‘গোটা জেলার দায়িত্ব আমার উপর ছিল। তাই নিজের জায়গায় একদমই সময় দিতে পারিনি। আমার কাছে আরও একটু সময় চেয়েছিলেন কর্মীরা। কিন্তু কী আর করব! আমি অজুহাত দেওয়ার লোক নই।’’