বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাওকে কেন্দ্র করে রবিবার হঠাৎ উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। মহিলা মোর্চার অভিযোগ, এলাকায় মেয়েদের কোনও নিরাপত্তা নেই। তার প্রতিবাদে এই থানা ঘেরাও কর্মসূচি। যদিও থানায় ঢোকার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। পুলিশের পাল্টা অভিযোগ, থানার গেট ভাঙার চেষ্টা করেছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।
গত বুধবার এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
যদিও মহিলা মোর্চার অভিযোগ, দোষীদের ছেড়ে নির্দোষদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নন্দীগ্রাম থানা।